জুমার নামাজের আগে গাজীপুর মহানগরের একটি মসজিদে মাদকের কুফল নিয়ে বয়ান করছিলেন খতিব মুফতি শফিকুল ইসলাম তালুকদার। এতে ক্ষুব্দ হয়ে তার কক্ষে ঢুকে তাকে মারধর করেন এবং মারধরের একপর্যায় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারন করেন এলাকার চিহ্নিত মাদক কারবারি মফিজুর রহমান টুটুল। তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতার ভাই হিসাবে পরিচিত।
গত ২৬ জানুয়ারি চান্দরা এলাকার আল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটলেও ভয় ও লজ্জায় ওই খতিব তা প্রকাশ করেননি। এ ঘটনায় ওই খতিব টুটুলকে প্রধান আসামি করে শুক্রবার গাছা থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। তবে চিহ্নিত এই মাদক কারবারি পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, শফিকুল ইসলাম প্রতি শুক্রবারই জুমার নামাজের আগে মাদকের ভয়াবহতা নিয়ে মসজিদে বয়ান করে থাকেন। খতিব জানান, মাদকের বিরুদ্ধে কথা না বলার জন্য হুমকি দিয়ে আসছিল টুটুল ও তার সাঙ্গোপাঙ্গরা। গত ২৬ জানুয়ারি টুটুলের নেতৃত্বে এলাকার মাদক কারবারিরা মসজিদের হুজরাখানায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে তাঁর ওপর চড়াও হয়। এ সময় তাঁকে মারধর ও বিবস্ত্র করে মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে।
তাঁর বিবস্ত্র ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকাও আদায় করে। এর পর গত ৩১ জানুয়ারি তাঁকে মাদ্রাসা থেকে ডেকে বের করে রাস্তায় ফেলে দ্বিতীয় দফায় মারধর করে। অবশেষে ভয় ও লজ্জা ভেঙে স্থানীয় আলেম সমাজকে তিনি বিষয়টি অবহিত করেন। তিনি মসজিদের পাশে দারুল হাবিব নামে একটি মাদ্রাসাও পরিচালনা করেন।
গাছা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন। মুকুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এবং মামলার প্রধান আসামী পলাতক রয়েছেন।
সুত্রঃ Samakal news