House -10, Road- 10, Sector -09, Uttara, Dhaka, Bangladesh.
+880-1326249533
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া অতপর ব্লাকমেইলের চেষ্টা

বাগেরহাটের মোড়েলগঞ্জে পর্নোগ্রাফী আইনে করা মামলায় সোহেল শেখ নামে এক ইলেকট্রনিক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও মামলার সুত্রে যানা যায়, ইলেক্ট্রিক যন্ত্রপাতি মেরামতের সুবাদে সন্যাসী পাড়ার প্রবাসির স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোহেল শেখের। তারা দীর্ঘদিন ইমুতে কথে বলতে থেকেন একপর্যায়ে ইমুতে ব্যাক্তিগত ছবি আদান প্রদান করেন তারা। 

পরবর্তীতে সোহেল শেখ কৌশলে মহিলার পর্নো ভিডিও ধারন করে তাকে ব্লাক্মেইল করতে থাকেন নানা ভাবে। 

পরে মোড়লগঞ্জ থানায় মামলা করেন ওই নারী।