বর্তমানে দেশে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ চালু রয়েছে। তবে এই আইনটি সংশোধনের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সরকার বাধ্য হয়ে এই আইন সংশোধনে উদ্যোগী হয়েছেন। এই লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিবকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশের এ সম্পর্কিত আইন গুলি পর্যালোচনা করার দায়িত্ত দেয়া হয়েছে। কিভাবে বিভিন্ন দেশে এই আইন প্রয়োগ করে, তাদের আইনের সঙ্গে আমাদের আইনের কি পার্থক্য রয়েছে, এই আইনের কোথাও কোনো প্রকার অসঙ্গতি আছে কি না তারা তা ভালোভাবে খতিয়ে দেখবে এমনটাই বলা হয়েছে, এগুলো যাচাই-বাছাই করে ঢাকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে বসে আলোচনা সাপেক্ষে একটি রূপরেখা তৈরি করে তা সুপারিশ আকারে প্রদান করবে সরকারের কাছে। যা পর্যালচনা করবে সরকার এবং সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।